Logo
Logo
×

সারাদেশ

বন্যাদুর্গত ময়মনসিংহ ও শেরপুরে মানুষের পাশে বিজিবি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৯:২৫ পিএম

বন্যাদুর্গত ময়মনসিংহ ও শেরপুরে মানুষের পাশে বিজিবি

বন্যাদুর্গত ময়মনসিংহ ও শেরপুরে মানুষের পাশে বিজিবি

বন্যাদুর্গত ময়মনসিংহ ও শেরপুরে অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বন্যা শুরু হওয়ার পর থেকে বিজিবি দুর্গত মানুষদের উদ্ধারে তৎপরতা এবং খাদ্য ও ত্রাণ সরবরাহ অব্যাহত রেখেছে।

বিজিবি জানায়, গত কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং মহারশি, ভোগাই ও নিতাই নদীর বাঁধ ভেঙে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া এবং শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। সীমান্তবর্তী জনসাধারণের ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে তারা অত্যন্ত অসহায় অবস্থায় রয়েছে।

এই পরিস্থিতিতে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ ৯টি বিওপির প্রায় ২৫০ জন বিজিবি সদস্য সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে সব ধরনের তৎপরতা অব্যাহত রেখেছে। তারা এ পর্যন্ত ৮৫০ জন পানিবন্ধি মানুষকে উদ্ধার করে বিওপির নিকটবর্তী উঁচু ও নিরাপদ স্থানে স্থানান্তর করেছে। এছাড়াও স্থানীয় জনসাধারণের গবাদিপশু এবং অন্যান্য মালামাল নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

বিজিবি শুক্রবার পানিবন্ধি ২৫০ জনকে শুকনা খাবার (মুড়ি, চিরা, গুড় ও বনরুটি, বিশুদ্ধ পানি) এবং ১০০ জনকে রান্না করা খাবার সরবরাহ করেছে। এ ছাড়াও আরো ২০০ জনকে শুকনা খাবার এবং ৪৫০ জনকে রান্না করা খাবার দেয়া হয়েছে।

শনিবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ৩০০ প্যাকেট শুকনা খাবার বিজিবির কাছে বিতরণ করার জন্য প্রদান করেন। এসব ত্রাণ বিতরণের পাশাপাশি বিজিবির উদ্যোগে আরো ৩৫০ জনকে রান্না করা খাবার (খিচুড়ী, ডিম ভূনা, সালাদ ও বিশুদ্ধ পানি) দেয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন