Logo
Logo
×

সারাদেশ

গরুবাহী গাড়িতে পুলিশের চাঁদাবাজি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ১০:১০ পিএম

গরুবাহী গাড়িতে পুলিশের চাঁদাবাজি

কোরবানির গরুবাহী গাড়ি থেকে রায়ণগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে চাঁদা আদায়

কোরবানির গরুবাহী গাড়ি থেকে রায়ণগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে চাঁদা আদায়ের অভিযোগে জেলা পুলিশের পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (১৫ জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর এ খবর জানান।

কোরবানির গরুবাহী গাড়ি থেকে পুলিশ সদস্যের অর্থ আদায়ের খবর বৃহস্পতিবার (১৩ জুন) একটি বেসরকারি টেলিভিশনে প্রচারের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ওই দিনই এসআই (নিরস্ত্র) শেখ নজরুল ইসলাম, রূপগঞ্জ থানা, নারায়ণগঞ্জ; এসআই (সশস্ত্র) মো. আসাদুজ্জামান, পুলিশ লাইন্স, নারায়ণগঞ্জ; কনস্টেবল মো. নাজির শেখ, পুলিশ লাইন্স, নারায়ণগঞ্জ; কনস্টেবল যুগল মন্ডল, পুলিশ লাইন্স, নারায়ণগঞ্জ এবং কনস্টেবল তানভীর হোসেন আকাশ, পুলিশ লাইন্স, নারায়ণগঞ্জকে সাময়িক বরখাস্ত করেছে।

ঢাকা-সিলেট মহাসড়কে গরুবাহী গাড়ি আটকিয়ে টাকা আদায়ের অভিযোগ করা হয় ওই রিপোর্টে।

এ ঘটনা তদন্তে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) চাইলাম মারমাকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির রিপোর্টের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে এআইজি ইনামুল হক সাগর জানান, কারো বিরুদ্ধে কোরবানির পশুর হাটে চাঁদাবাজি অথবা কাউকে হয়রানির অভিযোগ পাওয়া গেলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন