Logo
Logo
×

সারাদেশ

উপজেলা নির্বাচন ছাড়া এখন আর কোনো চ্যালেঞ্জ নেই

Icon

অনলাইন

প্রকাশ: ২০ মে ২০২৪, ০১:২৩ পিএম

উপজেলা নির্বাচন ছাড়া এখন আর কোনো চ্যালেঞ্জ নেই

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সন্ত্রাস জঙ্গীবাদ দমনে পুলিশ সাফল্য জনক ভূমিকা পালন করেছে। পুলিশের সক্ষমতা আগের চেয়ে বর্তমান সরকারের আমলে প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আধুনিক তথ্য প্রযুক্তি সম্বলিত স্মার্ট পুলিশ গঠনের কাজ চলছে। দেশ বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে উন্নত দেশের মতো যুগপোযুগী পুলিশ বাহিনী গঠনের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। 

পুলিশের শ্রম মেধা জনগণের কল্যাণের জন্য ব্যয় হোক এটাই আমাদের গর্বের ব্যাপার। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর আহ্বানে নিশ্চিত মৃত্যুর ঝুঁকির মধ্যেই ত্রি নট ত্রি রাইফেল নিয়ে অত্যাধুনিক সমরাস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।বর্তমানে দেশের বিভিন্ন জায়গাতে উপজেলা নির্বাচন ছাড়া পুলিশের সামনে এখন আর বড় কোনো চ্যালেঞ্জ নেই।

শুক্রবার (১৭ মে) দুপুরে সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির অভ্যন্তরে নবনির্মিত চার তলা বিশিষ্ট স্টুডিও এপার্টম্যান্টের শুভ উদ্ধোধনের সময় পুলিশ প্রধান এসব কথা বলেন। 

সকাল সাড়ে ১১টায় পুলিশ প্রধান সুনামগঞ্জ জেলা সার্কিট হাউজে এসে পৌঁছালে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী এবং পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্ (পিপিএম-সেবা) তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সার্কিট হাউজ প্রাঙ্গণে ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিকের নেতৃত্বে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল পুলিশ প্রধানকে গার্ড অব অনার প্রদান করেন। পরে পুলিশ প্রধান সুনামগঞ্জ সদর থানাধীন ইকবাল নগর এলাকায় পুলিশ অফিসার্স মেস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন