কিশোরগঞ্জ পলিটেকনিকে ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:০৮ পিএম
কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে জব ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী জব ফেয়ার মেলায় ২০টি স্টলে বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ক্যাম্পাস মাঠে এ মেলার আয়োজন করা হয়। এ আয়োজনের মাধ্যমে কারিগরি শিক্ষার গুরুত্ব, কর্মজীবন গঠনের সম্ভাবনা এবং চাকরির সুযোগ সম্পর্কে তরুণদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা হয়।
দিনব্যাপী প্রায় শতাধিকের বেশি শিক্ষার্থী ও স্নাতক ডিগ্রিধারী চাকরিপ্রার্থীরা তাদের সিভি জমা দেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান। অনেকেই ফুল-টাইম, পার্ট-টাইম চাকরি এবং ইন্টার্নশিপের জন্য নিজেদের আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠিত এ চাকরি মেলায় কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুর রহমানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ অধ্যক্ষ প্রকৌশলী হারুন অর রশিদ, বিশেষ অতিথি কিশোরগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী অপু, টিটিসির অধ্যক্ষ মোহাম্মদ জাবেদ রহিম, বিসিক জেলা কার্যালয়, কিশোরগঞ্জের জরীপ ও তথ্য কর্মকর্তা শিরিন ইসলাম প্রমুখ।
এ ছাড়াও সরকারি অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্পের পরিচালক, সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন খাতের নিয়োগকর্তা, গণমাধ্যমকর্মীসহ চাকরিপ্রত্যাশী এ জব ফেয়ারে অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান বলেন, পলিটেকনিক শিক্ষার্থীদের শিল্পখাতের সঙ্গে সরাসরি সংযুক্ত করাই এই জব ফেয়ারের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা এখান থেকে চাকরির সুযোগের পাশাপাশি নিজেদের দক্ষতা যাচাই করার সুযোগ পাচ্ছে। কারিগরি শিক্ষার সঙ্গে শিল্পখাতের বাস্তব সংযোগ তৈরি করতে এ ধরনের জব ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের চাহিদা সম্পর্কে সরাসরি ধারণা পায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণদের সরাসরি কর্মসংস্থানের সাথে যুক্ত করতে এ ধরনের জব ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি শুধু কর্মসংস্থানই নয়, বরং দক্ষ জনশক্তি তৈরিতেও সহায়ক হবে। এটি শুধু বেকারত্ব দূরীকরণই নয়, বরং দক্ষ জনশক্তি তৈরিতেও সহায়ক হবে।
জব ফেয়ারে দেশের শীর্ষস্থানীয় ২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য- প্রাণ, আরএফএল গ্রুপ, সুগন্ধা, বিডিজবস, অ্যাডভান্সড টেকনোলজি, ইউরোপীয়ান আইটি, রাইট ক্লিক আইটি প্রভৃতি। ওই প্রতিষ্ঠানগুলোর নিয়োগকর্তারা স্পট ইন্টারভিউয়ের মাধ্যমে বহু চাকরিপ্রত্যাশীকে তাৎক্ষণিকভাবে চাকরির সুযোগ প্রদান করেন, যা তরুণদের আত্মবিশ্বাস ও কর্মসংস্থানের উদ্দীপনা বৃদ্ধি করবে।



