শেরপুর-ধুনটে তারেক রহমানের সংক্ষিপ্ত পথসভা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গের নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে সিরাজগঞ্জে যাওয়ার পথে বগুড়ার ধুনট-শেরপুর নির্বাচনী এলাকা (বগুড়া-০৫) অতিক্রম করেন। এ সময় ধুনট-শেরপুর মোড়ে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী গোলাম মোঃ সিরাজের উদ্যোগে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। শনিবার (৩১ জানুয়ারী) বেলা ২ টার সময় তারেক রহমান পথসভায় বক্তব্য দেন।
পথসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দুই মিনিট বক্তব্য দেন। বক্তব্যে তিনি শেরপুর ও ধুনটবাসীর উদ্দেশ্যে বলেন, “প্রিয় শেরপুর-ধুনটবাসী, আপনারা ধানের শীষের প্রার্থী গোলাম মো. সিরাজকে ভোট দেবেন। নির্বাচনের পরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।”
পথসভায় যৌথভাবে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু এবং শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু।
এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, ফজলুর রহমান খোকন, শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম তৌহিদুল আলম মামুন, সাবেক পৌর মেয়র আলীমুদ্দিন হারুনসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত এই পথসভাকে ঘিরে ধুনট-শেরপুর এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় নেতারা জানান, তারেক রহমানের এই উপস্থিতি নির্বাচনী মাঠে ধানের শীষের প্রার্থীর পক্ষে নতুন গতি সঞ্চার করবে।



