Logo
Logo
×

সারাদেশ

টানা তিন দিনে বরিশালে তিন দলের শীর্ষ নেতাদের জনসভা

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ এএম

টানা তিন দিনে বরিশালে তিন দলের শীর্ষ নেতাদের জনসভা

বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ তিন নেতার টানা সফরকে ঘিরে জমজমাট হয়ে উঠেছে বরিশালের রাজনৈতিক অঙ্গন। আগামী ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি তিন দিনের ব্যবধানে তিন দলের প্রধান নেতার আগমনকে কেন্দ্র করে ব্যস্ত সময় কাটাচ্ছেন সংশ্লিষ্ট নেতা-কর্মীরা।

দলীয় সূত্র জানায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৪ ফেব্রুয়ারি বরিশালের ঐতিহ্যবাহী বেলস পার্ক মাঠে বিভাগীয় জনসভায় ভাষণ দেবেন। সবশেষ ২০০৬ সালে তিনি বরিশালে এসেছিলেন। এর পরদিন ৫ ফেব্রুয়ারি বরিশাল নগরের হেমায়েত উদ্দিন ঈদগা ময়দানে নির্বাচনী জনসভা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আর ৬ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

বিএনপির চেয়ারম্যানের বরিশাল সফর প্রসঙ্গে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরীন জানান, ৪ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান বিমানে বরিশালে পৌঁছাবেন। বেলস পার্কে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। তিনি বলেন, নেতাকে বরণে দলীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন শিকদার বলেন, সমাবেশের সব আয়োজন শেষ। তাঁর ধারণা, তারেক রহমানের জনসমাবেশ বেলস পার্কের ধারণক্ষমতা ছাড়িয়ে যাবে। বরিশাল বিএনপির শক্ত ঘাঁটি হওয়ায় দীর্ঘ ২০ বছর পর দলীয় প্রধানকে এক নজর দেখতে লাখো মানুষের ঢল নামতে পারে।

এদিকে ৬ ফেব্রুয়ারি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মেহেন্দীগঞ্জ সফর নিয়েও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলটির লক্ষ্য, ওই জনসভায় দুই লাখের বেশি মানুষের সমাগম ঘটানো। জামায়াতের বরিশাল জেলা নায়েবে আমির ড. মাহফুজুর রহমান জানান, সকাল ৯টার পর মেহেন্দীগঞ্জের আরসি কলেজ মাঠে আমিরের ভাষণ অনুষ্ঠিত হবে। তিনি হেলিকপ্টারে সেখানে পৌঁছাবেন বলে জানান তিনি।

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের ৫ ফেব্রুয়ারির জনসভাকে ঘিরেও চলছে জোর প্রস্তুতি। দলটির মহানগর সহকারী সেক্রেটারি এবং বরিশাল-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেলের আহ্বায়ক নাসির উদ্দিন নাইস বলেন, সদর আসনকে লক্ষ্য করেই এই জনসভা আয়োজন করা হচ্ছে। কারণ এটি আমিরের নিজ এলাকা। ওই আসনে বিজয় নিশ্চিত করতে সর্বশক্তি প্রদর্শনের অংশ হিসেবে বরিশাল-৫ আসনে প্রার্থী হয়েছেন তাঁর ভাই সৈয়দ ফয়জুল করীম।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন