Logo
Logo
×

সারাদেশ

নির্বাচনে ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১০:১০ পিএম

নির্বাচনে ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের

ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত পৌনে ৯টায় রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই সনদকে সম্মান করতে হবে। তাই ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দিতে হবে।”

তিনি আরও বলেন, রংপুরের মাটি শহীদ আবু সাঈদের রক্তে ভেজা। আবু সাঈদ ও চট্টগ্রামের ওয়াসিমসহ প্রায় ১৪০০ শহীদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন, সেই জুলাই সনদ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। জনগণকে ভোর থেকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে অধিকার প্রয়োগে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, রংপুরকে গরিব অঞ্চল বলা হলেও এটি সম্ভাবনাময় এলাকা। এখানে কৃষিজাত শিল্পকারখানা গড়ে তোলা হবে, ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হবে এবং স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে কর ছাড় দেওয়া হবে।

কৃষক ও নারীদের কল্যাণে দলের পরিকল্পনা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে, কৃষি কার্ড দেওয়া হবে এবং এক ফসলের বীজ ও কীটনাশক বিনা মূল্যে সরবরাহ করা হবে। নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করে অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা হবে। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও খাল খনন প্রকল্প হাতে নেওয়ার কথাও জানান তিনি।

জামায়াতে ইসলামীর প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, একটি দল পাঁচ বছর সরকারে আমাদের সঙ্গে ছিল। তখন আমরা ভালো ছিলাম, এখন তারা বলছে আমরা খারাপ। প্রশ্ন হচ্ছে— আমরা যদি খারাপ হয়ে থাকি, তারা কেন পাঁচ বছর আমাদের সঙ্গে ছিল?

জনসভায় সভাপতিত্ব করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামু। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

এর আগে রংপুর বিভাগের ৩৩টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা বক্তব্য দেন এবং রংপুরের উন্নয়নে তারেক রহমানের প্রতিশ্রুতি তুলে ধরেন। দুপুরে বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়ে তিনি পথে কয়েকটি পথসভায় বক্তব্য দেন। সন্ধ্যায় পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন