নিজের ভোট ছাড়া অন্য কারও ভোটে হাত না বাড়াবেন না: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১০:০৬ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চব্বিশের আন্দোলনে ফ্যাসিবাদকে পরাজিত করা তরুণরা এখনো জেগে আছে। জনগণের ভোট নিয়ে কেউ যদি অন্য কোনো চিন্তা করে, এই যুবকরা সিংহের মতো গর্জন করবে। তাই নিজের ভোট ছাড়া অন্য কারও ভোটে হাত না বাড়ানোর আহ্বান জানান তিনি।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব’— এই স্লোগান এখন অচল। গণতন্ত্রের সৌন্দর্য হলো, প্রত্যেকে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিবাদবিরোধী দলকে বেছে নিতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের কোনো বেগমপাড়া নেই, মামা-খালুর দেশ নেই। আমাদের পরিচয় একটাই— গর্বের বাংলাদেশ। তিনি অভিযোগ করেন, দেশে সর্বত্র চাঁদাবাজি চলছে, যা সভ্য সমাজের লক্ষণ নয়। চাঁদাবাজদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তওবা করে এ পথ থেকে বের হয়ে আসো, আমরা তোমাদের শিক্ষিত-প্রশিক্ষিত করে হাতে কাজ তুলে দেব।
যুবকদের নিয়ে তিনি বলেন, বেকার ভাতা দিয়ে তাদের অসম্মান করা যাবে না। তারা লড়াই করেছে কাজ পাওয়ার জন্য, ভাতার জন্য নয়। আমরা তাদের হাতকে দেশ গড়ার কারিগরের হাত হিসেবে গড়ে তুলব।
তিনি আরও বলেন, বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার। মিলেমিশে ফুলের বাগানের মতো দেশ গড়ে তোলা হবে। যোগ্যতা ও দেশপ্রেমের ভিত্তিতে সবাই কাজের সুযোগ পাবে, ধর্ম বা দলীয় পরিচয় নয়।
জনসভায় ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, দেশের নাগরিকরা আগামী ১২ ফেব্রুয়ারি ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে মুখিয়ে আছে।
কুমিল্লা-৯ আসনে জামায়াতের প্রার্থী ড. সৈয়দ একেএম সরোয়ার উদ্দীন সিদ্দীকির সভাপতিত্বে আয়োজিত জনসভায় আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।



