Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে নির্বাচনী নিরাপত্তায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম

নরসিংদীতে নির্বাচনী নিরাপত্তায় ১৩ প্লাটুন  বিজিবি মোতায়েন

ছবি : নরসিংদীতে নির্বাচনী নিরাপত্তায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

নরসিংদীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার পাঁচটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে গাজীপুর ৬৩ বিজিবির ১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার সকাল থেকেই নরসিংদী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স টহল শুরু করে।

বিজিবি সূত্র জানায়, নরসিংদীর পাঁচটি সংসদীয় আসন ও ছয়টি উপজেলার সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে এই ১৩ প্লাটুন। তারা নরসিংদীর ৩টি বেইজ ক্যাম্পে থেকে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে নরসিংদী সদর ও পলাশ উপজেলায় মোতায়েন করা হয়েছে ৪ প্লাটুন, শিবপুর ও মনোহরদী উপজেলায় ৩ প্লাটুন এবং রায়পুরা ও বেলাব উপজেলায় ৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই বিজিবির প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে। এ সময় সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে। বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে বলেও জানানো হয়।

এদিকে জেলায় বিজিবি মোতায়েনকে স্বস্তির চোখে দেখছেন সাধারণ ভোটাররা। তারা বলছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে তারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এর অধিনায়ক  বলেন, নির্বাচনকে ঘিরে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা দায়িত্ব পালনে প্রস্তুত। নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন, গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে বিজিবি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন