কুড়িগ্রামে ছিন্নমূল মানুষের মাঝে প্রবাসীদের কম্বল বিতরণ
কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম
শুক্রবার (৩০) জানুয়ারি কুড়িগ্রাম সিএন্ডবি ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাফলা (ইউএসএ)'র প্রবাসীদের অর্থায়নে অর্গানাইজেশন সেক্রেটারী রফিকুল হক রাজুর তত্ত্বাবধানে সওদাগরপাড়া, চর কুড়িগ্রাম, টেনারীপাড়া ও আলমপাড়ার দেড় শতাধিক ছিন্নমুল ও অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা নাসির উদ্দিন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন-বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মাসুম বিল্লাহ্ এবং সাংবাদিক রাশিদুল ইসলাম রাশেদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি আব্দুল্লাহ আল মুজাহিদ, কালের কন্ঠের প্রতিনিধি তামজিদ হাসান তুরাগ প্রমুখ।



