Logo
Logo
×

সারাদেশ

ভোটের মাধ্যমে ভালোবাসার প্রতিফলন দেবে ভোটাররা : এম এ হান্নান

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:২৪ এএম

ভোটের মাধ্যমে ভালোবাসার প্রতিফলন দেবে ভোটাররা : এম এ হান্নান

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এম এ হান্নান বলেছেন, দল থেকে আমি মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু মনোনয়ন পাইনি। তবে জনগণই আমাকে মনোনয়ন দিয়েছে। তাদের আহ্বান ও ভালোবাসার কারণেই আমি নির্বাচনে নেমেছি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুরসহ বিভিন্ন এলাকায় আয়োজিত উঠান বৈঠকে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এম এ হান্নান অভিযোগ করে বলেন, নির্বাচনে অংশগ্রহণের শুরু থেকেই আমি শান্তিপূর্ণ ও সুষ্ঠু প্রতিযোগিতার প্রত্যাশা করেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে প্রতিদ্বন্দ্বী পক্ষ মাঠের লড়াইয়ে না নেমে সহিংসতা ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমার নির্বাচনী প্রচারের মাইক ভাঙচুর করা হয়েছে, গাড়ি ও নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয়েছে। এমনকি আমার নেতাকর্মীদের মারধর করা হয়েছে।

তিনি আরও বলেন, এসব ঘটনার বিষয়ে আমি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। প্রশাসন ইতোমধ্যে কিছু ব্যবস্থা নিয়েছে এবং কয়েকজনকে আটকও করা হয়েছে। তবে আটক করার পর যদি আবার ছেড়ে দেওয়া হয়, তাহলে সন্ত্রাসীদের তৎপরতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে প্রশাসনের প্রতি আমার জোর দাবি— সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এম এ হান্নান বলেন, আমার বিরুদ্ধে প্রতিপক্ষরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আমাকে দল থেকে বহিষ্কার করা হলেও আমি আদর্শিকভাবে বিএনপির একজন কর্মী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে আমাকে কেউ বিচ্যুত করতে পারবে না।

তিনি বলেন, আমি চিংড়ি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণ আমাকে ভালোবাসে, সেই ভালোবাসার প্রতিফলন ভোটের মাধ্যমে তারা প্রমাণ করবে বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

উঠোন বৈঠকে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, ফারুক আহমদ খান, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেবেকা সুলতানাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন