দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম
দীর্ঘ দুই দশক পর নওগাঁয় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় জেলা সদর এটিম মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এ সফর ঘিরে জেলা ও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসতে শুরু করেছেন।
জনসভা উপলক্ষে এটিম মাঠে ৪০ ফুট দৈর্ঘ্য ও ৩২ ফুট প্রস্থের মঞ্চ তৈরি করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপি চেয়ারম্যান ও তাঁর সফর সঙ্গীদের নিরাপত্তার জন্য সবরকম প্রস্তুতি নিয়েছে।
নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, তারেক রহমানের আগমন ঘিরে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা নেতাকর্মীরা উজ্জীবিত ও আনন্দিত। জনসভা থেকে দলের নির্বাচনী অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা নওগাঁবাসীর সামনে তুলে ধরা হবে।
বিজন জেলা ও জয়পুরহাটের নির্বাচনী অঙ্গীকার পরিচয় করানো, দলের ধানের শীষ প্রার্থীদের পরিচিতি দেওয়া এবং নওগাঁর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা এই জনসভার মূল লক্ষ্য। জেলা বিএনপি আশা করছে, দুই লাখের বেশি নেতাকর্মী ও সমর্থক জনসভায় উপস্থিত থাকবেন।



