শীত নিয়ে দুঃসংবাদ, আছে বৃষ্টির সম্ভাবনাও
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:২২ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকাসহ সারাদেশে শীতের তীব্রতা কমে গেলেও উত্তর অঞ্চলের অবস্থা ভিন্ন। এরমাঝে দুঃসংবাদ শুনিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুরের কিছু অঞ্চলে বৃষ্টিও হতে পারে।
বুধবার (২৮ জানুয়ারি) দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশজুড়ে রাতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
সংস্থাটি জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এই কারণে আগামী ২৪ ঘণ্টায় শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।



