Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় দুপক্ষের সংঘর্ষ, অস্ত্র ও মাদকসহ নারী গ্রেপ্তার

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম

বগুড়ায় দুপক্ষের সংঘর্ষ, অস্ত্র ও মাদকসহ নারী গ্রেপ্তার

বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকায় মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের পর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদককারবারে জড়িত থাকার অভিযোগে শিলা আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে চকসূত্রাপুর এলাকায় হরিজন সম্প্রদায় ও কসাইপট্টি এলাকার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মাঠে নামে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিনের মাদক কারবার নিয়ে বিরোধের জেরে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় অন্তত চারটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র ব্যবহারের তথ্যের ভিত্তিতে পুলিশ চকসূত্রাপুর এলাকার হযরত নামের এক ব্যক্তির বাড়িতে বিশেষ অভিযান চালায়। অভিযানে তার স্ত্রী শিলা আক্তারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে বাড়িতে তল্লাশি চালিয়ে রামদা, চাপাতি, সামুরাই ও চাইনিজ কুড়ালসহ ৯টি বড় দেশীয় অস্ত্র, ১১টি বার্মিজ চাকু এবং ৮০ পিস নেশাজাতীয় ট্যাবলেট (সিডিল) উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ টাকা ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর বলেন, মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে দুই এলাকার মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক রাখার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার শিলা আক্তারের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন