Logo
Logo
×

সারাদেশ

ব্রহ্মপুত্রের তীরে নদী ভাঙ্গন ও জীবিকার কথা বলল নদী মেলা

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি :

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম

ব্রহ্মপুত্রের তীরে নদী ভাঙ্গন ও জীবিকার কথা বলল নদী মেলা

ছবি : সংগৃহীত

কুড়িগ্রামে নদীভাঙন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও নদীকেন্দ্রিক জীবন-জীবিকার নানা বাস্তবতা তুলে ধরতে দিনব্যাপী নদী মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) আরডিআরএস বাংলাদেশের আয়োজনে সদর উপজেলার চর যাত্রাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদীর তীরে এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় আরডিআরএস বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইমরুল কায়েস মুনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ও নদী-পরিবেশ বিশেষজ্ঞ মাহাবুবা রহমান, জাতিসংঘের পরামর্শক ও অবসরপ্রাপ্ত রিভারাইন পিপল-এর সভাপতি এফ এম আনোয়ার হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডিন ড. তুহিন ওয়াদুদ এবং কুড়িগ্রাম সার্কেলের কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ।

মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সহস্রাধিক চরাঞ্চলের মানুষ অংশ নেন। তারা নদীভাঙনের ফলে বসতভিটা ও কৃষিজমি হারানোর অভিজ্ঞতা তুলে ধরেন এবং নিরাপদ জীবন ও টেকসই জীবিকার দাবি জানান।

আলোচনা সভায় নদীভাঙন রোধ, নদী এলাকার ঝুঁকি মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, মৎস্য ও কৃষি ব্যবস্থাপনার উন্নয়নসহ প্রাকৃতিক দুর্যোগজনিত সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এসব সমস্যা থেকে উত্তরণে সমন্বিত উদ্যোগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন