Logo
Logo
×

সারাদেশ

স্বপ্ন ছোঁয়ার গল্প: আজিজুল হক কলেজ থেকে মেডিকেলে ১০৮ শিক্ষার্থী

Icon

বগুড়া প্রতিনিধি :

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম

স্বপ্ন ছোঁয়ার গল্প: আজিজুল হক কলেজ থেকে মেডিকেলে ১০৮ শিক্ষার্থী

ছবি : সংগৃহীত

উত্তরবঙ্গের শিক্ষাঙ্গনে আবারও গর্বের এক অধ্যায় যোগ করল বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ। চলতি বছর এই কলেজ থেকে ১০৮ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। কঠোর অধ্যবসায়, শৃঙ্খলা আর পরিকল্পিত শিক্ষার এই সাফল্য উদ্‌যাপন করতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় কলেজের উচ্চ মাধ্যমিক ভবন মিলনায়তনে আয়োজন করা হয় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের।

‘অদম্য সাধনাই আনে কাঙ্ক্ষিত সফলতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে মিলনায়তনজুড়ে ছিল আনন্দ, আবেগ আর গর্বের আবহ। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় এক অনন্য মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম বলেন, এই সাফল্য কোনো হঠাৎ ঘটনা নয়। এটি দীর্ঘদিনের পরিকল্পিত ও বিশেষায়িত শিক্ষা কার্যক্রমের ফল। তিনি জানান, উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য আলাদা ভবন, অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং নিয়মিত পাঠদানের পাশাপাশি ক্যাম্পাস রাজনীতিমুক্ত রাখাই শিক্ষার্থীদের মনোযোগী করে তুলেছে।

অধ্যক্ষ আরও বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার পাশাপাশি অভিভাবকদের সচেতন ভূমিকা এবং শিক্ষার্থীদের শৃঙ্খলা ও পরিশ্রম মিলেই আজকের এই অভাবনীয় অর্জন সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উচ্চ মাধ্যমিক শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক মো. শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক টিপু সুলতান, গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. রফিকুল ইসলাম, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নুরুল আমিন এবং হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অলোক কুমার পোদ্দার।

উচ্চ মাধ্যমিক শাখার সহকারী ইনচার্জ ফিরোজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে ১০৮ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শিক্ষার্থীদের চোখেমুখে ছিল স্বপ্ন পূরণের উচ্ছ্বাস, আর অভিভাবকদের চোখে তৃপ্তির ঝিলিক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন