Logo
Logo
×

সারাদেশ

১০০টি জিপ পাচ্ছে র‍্যাব

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম

১০০টি জিপ পাচ্ছে র‍্যাব

ছবি : সংগৃহত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১০০টি নতুন জিপ গাড়ি পাবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকের পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান।

উপদেষ্টা জানান, সভায় রমজান উপলক্ষে ১০ হাজার টন মসুর ডাল ও ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদনও দেওয়া হয়েছে। এছাড়া র‍্যাবের জন্য ১০০টি জিপ গাড়ি এবং ৪০ হাজার টন ইউরিয়া সার ক্রয় করার অনুমোদন দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ভবিষ্যতে দেশেই সামরিক সরঞ্জাম উৎপাদনের উদ্যোগ নেবে এবং এজন্য চট্টগ্রামে ডিফেন্স ইকোনমিক জোনে জমি বরাদ্দ করা হয়েছে।

ফাওজুল কবির আরও জানান, অন্তর্বর্তী সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না। তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধির বিষয়ে যে অসন্তোষ ছিল, তা বিবেচনায় রেখে অন্তর্বর্তী পে-কমিশন গঠন করা হয়েছে, যাতে নির্বাচিত সরকার হঠাৎ কোনো চাপের মুখে না পড়ে। নির্বাচিত সরকার চাইলে এই পে-স্কেল বাস্তবায়ন বা বাতিল করতে পারবে, এবং এতে তাদের ওপর কোনো অতিরিক্ত চাপ পড়বে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন