টাঙ্গাইলের বাসাইলে বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার হাবলা ইউনিয়নের ঘোষাখালি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসাইলের ঘোষাখালি গ্রামের মোতাহার সিকদার ঠান্ডু (৮০) ও তার স্ত্রী রিজিয়া বেগম (৭০)।
নিহতের নাতি শাকিল শিকদার বলেন, দুদিন আগে কৃষিকাজ করার জন্য করটিয়া হাট থেকে দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে দুজন শ্রমিককে নিয়ে আসা হয়। দুদিন তারা ইরি ধান লাগানোর কাজ করেন। দাদার ঘরের পাশেই একটি রুমে তাদের থাকতে দেওয়া হয়। আমি রাত ২টা পর্যন্ত বারান্দায় ছিলাম।
তিনি আরও বলেন, শ্রমিক দুজন কয়েকবার রুম থেকে বের হতে দেখেছি, পরে আবার ঘরের ভেতরে ঢুকে যায়। আমি তাদের জিজ্ঞেস করেছিলাম, আপনারা কেন এত বারবার বের হচ্ছেন। তখন তারা বলেছেন, ঘুম আসছিল না, তাই বের হয়েছি। তখন আমি ঘুমিয়ে পড়ি। সকালে মায়ের চিৎকারে ঘুম থেকে উঠে দেখি দাদা-দাদির নিথর দেহ পড়ে রয়েছে।
বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, নিহতের দুই ছেলে। এক ছেলে প্রবাসী। অপর ছেলে পাশের ঘরে থাকেন। সেখানে একটি রুমে দুই শ্রমিককে থাকতে দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, চুরি করার জন্য রাতে ঘরে ঢুকলে বৃদ্ধ দম্পতি দেখে ফেলেন। বাধা দিলে একপর্যায়ে তাদের শ্বাসরোধ করে হত্যা করে ঘরের সব মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়েই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে ইতোমধ্যে পুলিশ মাঠে কাজ করছে। আশা করছি, খুব দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।



