বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হেদায়েতুল্লাহ হাদীর ‘জাগরণী পথযাত্রা’
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ পিএম
কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের ১০ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা হেদায়েতুল্লাহ হাদী জাগরণী পথযাত্রা কর্মসূচি পালন করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৫টায় হাজারো কর্মী-সমর্থক নিয়ে শোলাকিয়া ঈদগাহ মাঠ থেকে মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইসলামীয়া সুপার মার্কেটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় কর্মী–সমর্থকদের হাতে ফেস্টুন দেখা যায়। পাশাপাশি ১০ দলীয় জোটের প্রার্থী, জনতার মার্কা রিকশা মার্কাসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
জাগরণী পথযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, এই পথযাত্রায় জনসাধারণের উপস্থিতি প্রমাণ করে যে অতীতে যেভাবে মাওলানা আতাউর রহমান খান সাহেবকে নির্বাচিত করা হয়েছিল, ঠিক সেভাবেই তার উত্তরসূরি মাওলানা হেদায়েতুল্লাহ হাদী সাহেবকেও কিশোরগঞ্জ–হোসেনপুরবাসী নির্বাচিত করবে।
প্রার্থী মাওলানা হেদায়েতুল্লাহ হাদী বলেন, বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ। আগামী দিনের বাংলাদেশ হবে নিরাপদ বাংলাদেশ, অধিকার আদায়ের বাংলাদেশ।



