Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়নে ধানের শীষের উঠান বৈঠক

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম

রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়নে ধানের শীষের উঠান বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে মাঠ। এরই ধারাবাহিকতায় বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৬ জানুয়ারি) মুড়াপাড়া ইউনিয়নে গঙ্গানগর এলাকায় ৯ নং ওয়ার্ডে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির নেতা হাজী সালাউদ্দিন বাসেদের সভাপতিত্বে ও সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি তারিকুল ইসলাম এর সঞ্চালনায় এই সভার আয়োজন করা হয়েছে।

উঠান বৈঠকে বক্তারা বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। জনগণের অধিকার পুনরুদ্ধার এবং এলাকার উন্নয়নের স্বার্থে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর কোনো বিকল্প নেই। বৈঠকে উপস্থিত সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনী লক্ষ্যকে সামনে রেখে এই প্রচারণামূলক সভাটি পরিচালিত হয়েছে। অনুষ্ঠান শেষ পর্যায়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির সমৃদ্ধি এবং নির্বাচনে ধানের শীষের বিজয় কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, রূপগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল মিয়া, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম (মাসুম মেম্বার)।

রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক একে বাবু, রূপগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক কনক, নারায়ণগঞ্জ জেলার ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপন, মুড়াপাড়া কলেজের সাবেক যুগ্ম আহ্বায়ক সজিব ও হিমেল, মুড়াপাড়া ইউনিয়নের জিয়া পরিষদের সভাপতি গোলাম কিবরিয়া, আলম হোসেন, আব্দুর রহিম, খোকা, লিটন, সাদু, ফায়েজ, মোশারফ হোসেন, মোক্তার, ইউপি সদস্য মানিক মিয়াসহ সভায় মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন