Logo
Logo
×

সারাদেশ

হাটহাজারীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এর বিশেষ সভা

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:২৫ পিএম

হাটহাজারীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এর বিশেষ সভা

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গঠিত উপজেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এর বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সোমবার ( ২৬ জানুয়ারী) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

এসময় তিনি বলেন, আগামী ১২ ফ্রেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ যথাযথভাবে প্রতিপালন হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে ভোটারদের আন্তরিক উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশ তৈরি করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এ লক্ষ্যে উপজেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সেলকে প্রতিনিয়ত কাজ করবেন।
সভায় বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন