Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলের নবীনবরণ ও বার্ষিক বনভোজন

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০২:৫৩ পিএম

কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলের নবীনবরণ ও বার্ষিক বনভোজন

ছবি : সংগৃহীত

‎কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে নবীন শিক্ষার্থীদের বরণ ও বার্ষিক বনভোজন–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক প্রতিনিধি ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

‎সোমবার(২৬ জানুয়ারী) সকাল ১০ টায় কিশোরগঞ্জ পুলিশ লাইন ড্রিল শেডে, অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও বিনোদনমূলক বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। এতে গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিভা তুলে ধরে।

‎বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম এর সঞ্চালনা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুন নাহার খানম মাছুমা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী উরুবান আতরাবা তামান্না।

‎পুলিশ সুপার  তার বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। এই জাতি যদি শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে যায় তাহলে আমরাও পিছিয়ে যাব। তোমাদের মধ্যে সেই উত্তম যে পড়াশোনা করে। সে উত্তম  নয় যার সম্পদ আছে বা বাড়ী-গাড়ী আছে অথচ পড়াশোনা করে নাই। শিক্ষকদের প্রতি আহবান জানান, পড়াশোনায় শিক্ষার্থীদের আরো অনুরাগী হওয়ার জন্য। শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

‎বক্তারা আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে। ‎দিনব্যাপী বনভোজন ও বিনোদনমূলক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি  সম্পন্ন হয়।

‎শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাস ও প্রাণবন্ত অংশগ্রহণে কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলের নবীনবরণ ও বার্ষিক বনভোজন–২০২৬ স্মরণীয় হয়ে থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন