রাবির আন্তঃবিভাগ বাস্কেটবল টানা ৩য় বারের মতো চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
রাবি প্রতিনিধি :
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম
ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে লোকপ্রশাসন বিভাগকে ১৭ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে বাস্কেটবল গ্রাউন্ডে এই ফাইনাল খেলা হয়।
প্রতিযোগিতায় ২৫টি দল অংশ নেয়। চার দলকে হারিয়ে ফাইনালে ওঠে রাষ্ট্রবিজ্ঞান ও লোক প্রশাসন বিভাগ। খেলায় বিজয়ী দল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পয়েন্ট ছিল ৫০। অন্যদিকে রানার্সআপ লোক প্রশাসন বিভাগের পয়েন্ট ছিল ৪০। এতে ১৭ পয়েন্ট বেশি পেয়ে ফাইনাল খেলায় চূড়ান্তভাবে বিজয়ী হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
আন্ত:বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টে আন্ত:বিভাগ গেমস সচিব মোঃ মকবুল হোসেন এবং দুই বিভাগের সভাপতি, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উভয় দলই খুবই ইতিবাচকভাবে খেলায় অংশ নেয়। দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শিক্ষকসহ দর্শকরাও ফাইনাল খেলা উপভোগ করেন। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আন্ত:বিভাগ বাস্কেটবল ফাইনাল খেলা শেষ হয়েছে।



