স্বতন্ত্র প্রার্থী চুন্নুর নির্বাচনি কার্যালয়ে বিএনপির নেতাকর্মীদের হামলা ও ভাঙচুর, আহত ১
কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক বিভাগীয় স্পেশাল জজ, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নুর নির্বাচনি কার্যালয়ে বিএনপির নেতাকর্মীদের হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় রেজাউল করিম খান চুন্নুর সমর্থক জাহাঙ্গীর আলম আহত হয়েছে বলে জানা গেছে।
রবিবার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের সাদুল্লাচর বাজারে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার রাতে সাদুল্লাচর বাজারের পূর্ব পাশে কিশোরগঞ্জ-১ আসনের স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী রেজাউল করিম খান চুন্নুর নির্বাচনী কার্যালয় উদ্বোধনের কথা ছিল। উদ্বোধনের প্রস্তুতি হিসেবে কার্যালয়ে সাজসজ্জার কাজ চলছিল। এ সময় সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও লতিফাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা জুয়েল মেম্বার, বিএনপি নেতা নাসির উদ্দীন নাসির এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা কার্যালয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, হামলাকারীরা কার্যালয়ের চেয়ার ও সাউন্ড বক্স ভাঙচুর করেন এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জাহাঙ্গীর আলম (৩৫)কে মারধর করে আহত করেন। এ সময় বাধা দিতে গেলে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামে আরেকজনকে লাঞ্ছিত করা হয়। পরে আহত জাহাঙ্গীর আলমকে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
আহত জাহাঙ্গীর আলম বলেন, “শহীদুল ইসলাম শহীদসহ কয়েকজন নেতাকর্মী এসে বলেন, এখানে কোনো স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় হবে না। এরপর তারা আমাকে মারধর করে এবং কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
লতিফাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বোরহান উদ্দিন ভূইয়া বলেন, “দেশে কি একদলীয় নির্বাচন হতে যাচ্ছে? স্বতন্ত্র প্রার্থীরা কি নির্বাচন করতে পারবে না, তাদের কি কার্যালয় থাকতে পারবে না? আমরা এই ঘটনার সঠিক বিচার চাই।”
বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদ বলেন, অফিসের সামনে দিয়ে বিএনপির মিছিল যাওয়ার সময় সাউন্ড বক্সের বাড়িয়ে দিয়ে মিছিলে সমস্যা সৃষ্টি করে। তখন জিগ্যেস করার সময় হালকা ধাক্কা ঠেলার ঘটনা ঘটে। অফিস ভাংচুরের কোনো ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বুধবার(২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।



