Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ফেস্টুন টানাতে গিয়ে গাছ থেকে পড়ে বিএনপি কর্মী আহত

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:৩৫ পিএম

বগুড়ায় ফেস্টুন টানাতে গিয়ে গাছ থেকে পড়ে বিএনপি কর্মী আহত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ধানের শীষের ফেস্টুন টানানোর সময় গাছ থেকে পড়ে বিএনপির এক কর্মী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার কাজলা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে এ ঘটনা ঘটে।

আহত ওই কর্মীর নাম ইমান আলী প্রামাণিক (৪৫)। তিনি কাজলা ইউনিয়ন বিএনপির কর্মী এবং দক্ষিণ টেংরাকুড়া গ্রামের শহীদ প্রামাণিকের ছেলে। 

রোববার (২৫ জানুয়ারি) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম।  

আহতের স্ত্রী জাহানারা বেগম বলেন, শুক্রবার সকাল ৮টার দিকে কাজলার দুর্গম চরাঞ্চলের স্বাধীন বাজার এলাকায় ধানের শীষের ফেস্টুন লাগাতে একটি গাছে ওঠেন ইমান আলী। এ সময় গাছের ডাল ভেঙে তিনি নিচে পড়ে যান। এতে তার মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে এবং কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে যায়।

তিনি আরও বলেন, পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

জাহানারা বেগম আরও বলেন, তার স্বামীর মেরুদণ্ডের বেশ কয়েকটি হাড় ভেঙে গেছে। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। দিনমজুরের আয়ে তাদের সংসার চলে। চিকিৎসার খরচ বহন করার মতো কোনো সামর্থ্য তাদের নেই। তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাজলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে কিছু সহায়তা করে আহত কর্মীকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারটি খুবই অসচ্ছল। তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন।

তিনি জানান, আহত কর্মীর চিকিৎসা সহায়তার বিষয়ে বগুড়া-১ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী কাজী রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

বিএনপির প্রার্থী ও সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তিনি অবগত আছেন। আহত কর্মীর পরিবারের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। ইমান আলীর চিকিৎসার যাবতীয় খরচ তিনি বহন করছেন। পাশাপাশি পরিবারকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন