Logo
Logo
×

সারাদেশ

সোমবার ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:৫২ পিএম

সোমবার ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল সোমবার (২৬ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় টানা ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার (২৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, গ্যাস লাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন একাধিক এলাকায় সব শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে।

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো- বিজেস্বর, ভাদুঘর, কাউতলী, পাইকপাড়া, মেড্ডা, নাটাই, গোকর্ণঘাট, বিরাসার, ঘাটুরা এবং এর আশপাশের এলাকা। নির্ধারিত সময়ের মধ্যে এসব এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প সব ধরনের গ্রাহকই গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হবেন।

বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস লাইনের নিরাপত্তা ও ভবিষ্যতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই এই সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে বিকেল ৫টার পর ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন