Logo
Logo
×

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে গণসংযোগে মির্জা ফখরুলের অঙ্গীকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম

ঠাকুরগাঁওয়ে গণসংযোগে মির্জা ফখরুলের অঙ্গীকার

ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে বিএনপির ওপর অসংখ্য জুলুম-নির্যাতন হয়েছে। তার বিরুদ্ধে একশর বেশি মামলা হয়েছে, ১১ বার কারাবরণ করেছেন এবং সাড়ে তিন বছর জেলে কাটিয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও দাখিল মাদরাসা মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি বলেন, বিএনপির লক্ষ্য একটাই— দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। তিনি দাবি করেন, ঠাকুরগাঁও সদর থানায় দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাড়ে ৭ হাজার মামলা হলেও কেউ দমে যায়নি বা আওয়ামী লীগে যোগ দেয়নি।

তিনি আরও বলেন, এখন দেশের মানুষ রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে। বিএনপির দায়িত্ব সুন্দর একটি দেশ গড়ে তোলা, যেখানে প্রতিহিংসা বা পাল্টা মামলার রাজনীতি থাকবে না। প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী ভালোবাসা দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয়। হিন্দু-বৌদ্ধসহ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতি সাহসী হয়ে পরিবর্তনের পথে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ক্ষমতায় এলে মায়েদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে ন্যায্যমূল্যে চাল-ডাল, আটা পাওয়া যাবে। হাসপাতালে চিকিৎসা ও শিক্ষায় সহায়তা দেওয়া হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে, যাতে তারা সার-বীজ ন্যায্যমূল্যে পান।

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গে তিনি বলেন, পৌরসভার চেয়ারম্যান ও সংসদ সদস্য হিসেবে অতীতে জনগণের জন্য কাজ করেছেন। পরিবার ও ব্যক্তিগত জীবনের ত্যাগের কথা উল্লেখ করে তিনি প্রতিশ্রুতি দেন, জনগণের আমানতের খেয়ানত করবেন না। আওয়ামী লীগ সরকারের দুর্বৃত্তদের অত্যাচার আর চলবে না, বিএনপির কেউ দুর্বৃত্তায়নে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন