রামুতে বোমা সদৃশ্য বস্তু, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা বলে ধারণা
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০২:১৩ পিএম
কক্সবাজারের রামুর একটি গ্রামে পাওয়া বোমা সদৃশ্য বস্তুটি ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা’ বলে ধারণা করা হচ্ছে।
রবিবার দুপুরে রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা তচ্ছাখালী গ্রামের একটি পুকুর পাড়ে পাওয়া বস্তুটিতে গত ১০ বছর ধরে কাপড় ধোঁয়ার কাজ চালানো হয়। ৩ দিন আগে এটি নজরে আসার পর পুলিশ এটি নিরাপদ স্থানে রেখে নজরদারি দিচ্ছে। সেনা বাহিনীকে বিষয়টি অবহিত করার পর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা বলে ধারণা করা হচ্ছে। ফলে নিরাপদে নিষ্ক্রিয় করার পরিকল্পনা চলছে।
মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, মূলত বস্তুটি একটি পুকুরে ছিল। যা ১০ বছর আগে স্থানীয় কেউ পুকুর থেকে তুলে পাড়ে রেখেছিল। এই বোমাটিতে গেলো ১০ বছর ধরে স্থানীয়রা কাপড় ধোঁয়ার কাজও করেছে।স্থানীয় এক সচেতন নাগরিক বোমার বিষয়টি পুলিশকে জানালে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এরপর বোমাটি নিরাপদ স্থানে রেখে চারপাশে ঘিরে রাখার পাশাপাশি নজরদারিতে রয়েছে।
রামুর ইতিহাস গবেষক আইনজীবী শিরূপন বড়ুয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বোমা সদৃশ্য বস্তুটির ছবি শেয়ার করে বস্তুটিকে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের অবিস্ফোরিত বোমা বলে দাবী করেছেন।
তিনি লেখেন, “২য় বিশ্বযুদ্ধের বোমা! এই বোমাটার উপর নাকি অনেকদিন যাবত মানুষ কাপড়কাচার কাজ করত! এটাতে এক্সপ্লোসিভ আছে কিনা পরীক্ষা করা দরকার। না থাকলে সংরক্ষণ করা উচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মারক হিসেবে। এটাও তো রামুর ইতিহাসের অংশ।”
পুলিশ জানিয়েছে, বস্তুটির দৈর্ঘ্য আনুমানিক ৪ ফুট এবং ব্যাসও প্রায় ৪ ফুট। মরিচা পড়ায় এর গায়ে কোনো লেখা স্পষ্টভাবে পড়া যাচ্ছে না।



