Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৫ এএম

চট্টগ্রামে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

দীর্ঘ ২০ বছর পর নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গতকাল শনিবার রাতে চট্টগ্রামে পৌঁছান। আজ রোববার সকাল সাড়ে ৯টায় নগরের হোটেল রেডিসন ব্লুতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘ইয়ুথ পলিসি টক’।

অনুষ্ঠানে তারেক রহমান শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, নারীর ক্ষমতায়নসহ দেশ গঠনের নানা পরিকল্পনা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং তরুণদের কাছ থেকে বিভিন্ন পরামর্শও গ্রহণ করেন।

ইয়ুথ পলিসি টক শেষে সকাল সাড়ে ১১টায় তিনি চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। এরপর যাত্রাপথে ফেনীর পাইলট স্কুল খেলার মাঠ, কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সোয়াগাজী ডিগবাজির মাঠ এবং দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পৃথক নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে।

সবশেষে তিনি নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেবেন। দিনভর কর্মসূচি শেষে রাতে ঢাকার গুলশানে নিজস্ব বাসভবনে ফিরে যাওয়ার কথা রয়েছে।

সিলেট সফরের মতো এই সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন