Logo
Logo
×

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প অনুভূত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ এএম

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প অনুভূত

ছবি : সংগৃহীত

রংপুরের ঠাকুরগাঁওয়ের ৩৩ কিলোমিটার পূর্বে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এ কম্পন হয়। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৪।

সংস্থাটি জানায়, ভূমিকম্পের গভীরতা এখনো নির্ধারণ করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এটি অগভীর ভূমিকম্প ছিল।

এর আগে চলতি মাসের ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওইদিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটে কয়েক সেকেন্ডের জন্য কম্পন হয়। নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায়ও ভূমিকম্প অনুভূত হয়েছিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন