ফ্যাসিবাদ নির্মূল ও গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার: জোনায়েদ সাকী
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৬:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ আবদুর রহিম সাকী বলেছেন, “আমরা যে যুগপৎ ধারার আন্দোলন পরিচালনা করে আসছি, সেই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি আমাকে সমর্থন জানিয়েছে। এই নির্বাচনী সমাবেশে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানাই।”
গতকাল ২৩ জানুয়ারি শুক্রবার বিকেলে মাওলাগঞ্জ বাজার মাঠে বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম ও খুনের শিকার শহিদদের। এছাড়াও স্মরণ করেন সেই পুলিশ সদস্যদের, যারা কর্তব্য পালনের সময় প্রাণ হারিয়েছেন। পাশাপাশি তিনি জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা যারা বুকের রক্ত ঢেলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছেন, তাদের প্রতি অশেষ শ্রদ্ধা জানান।
জোনায়েদ সাকী বলেন, “এই গণঅভ্যুত্থানের দিশা আমাদের রক্ষা করতে হবে। অভ্যুত্থান আমাদের একটি স্পষ্ট রায় দিয়েছে— বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। যারা অন্যায় করেছে, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। আর এই রায়ের পর বাংলাদেশ কখনো ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হতে পারবে না।”
তিনি আরও বলেন, “যারা দেশকে বিভক্ত করে লাঠির জোরে শাসন চালাতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের আপসহীন লড়াই অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয়। তিনি শুধু লড়াই করেননি, দেশের স্বার্থকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে তুলে নেতৃত্ব দিয়েছেন।”
সাকী আরও জোর দিয়ে বলেন, “ফ্যাসিবাদীরা যেভাবে প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি চালিয়েছে, আমরা সেই পথে যাব না। আমাদের রাজনীতি হবে ঐক্যের রাজনীতি। দেশের স্বার্থে জনগণের ঐক্যের কোনো বিকল্প নেই। গণতন্ত্রই আমাদের লক্ষ্য।”
পথসভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক একেএম ভিপি মুসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এম.এ. খালেক পি.এস.সি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ম.ম. ইলিয়াস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, জালাল উদ্দিন বাদল, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবু নাসের খান অপু, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, বিএনপি নেতা অ্যাডভোকেট গোলাম কিবরিয়া,বাঞ্ছারামপুর উপজেলা গণসংহতী আন্দোলনের প্রধান সমন্বয়কারী শামীম শিবলী সহ বিএনপি, সহযোগী অঙ্গসংগঠন ও গণসংহতী আন্দোলনের নেতাকর্মী প্রমুখ।



