Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে জামায়াতের নারী কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা

Icon

রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম

রূপগঞ্জে জামায়াতের নারী কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা

ছবি : যুগেরচিন্তা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে জামায়াতের নারী কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার প্রতিবাদে উপজেলা জামায়াতের সংবাদ সম্মেলন।

শনিবার (২৪ জানুয়ারি )বিকালে মুড়াপাড়া বাজারে উপজেলা জামাতের অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

নারায়ণগঞ্জ জেলা জামাতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মাদ হাফিজুর রহমান। 

হাফিজুর রহমান বলেন, বাংলাদেশে অর্ধেক ভোটার নারী, এই ভোটারদের কাছে সহজেই নারীদের যাওয়ার সুযোগ থাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ দলীয় প্রার্থীর পক্ষে আজ ভুলতা ছোনাব এলাকায় জামায়াতের নারী নেতৃবৃন্দ প্রচারনা করতে গেলে সেখানকার বিএনপির নেতা কর্মীরা আমাদের নারী নেতৃবৃন্দের উপর হামলা করেন এবং প্রচারনায় বাধা ও হুমকি প্রদান করেন। আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে এবং প্রশাসনকে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই  লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা বলেন, ভূলতা এলাকার ছোনাব গ্রামের জামায়াতের মহিলা বিভাগের নেতৃবৃন্দ ভোটের গনসংযোগে গেলে সেখানে কতিপয়  বিএনপির কর্মী আলমগীর, আনোয়ার, সামাতুল্লা তাদেরকে বাধা প্রদান করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দিয়ে বলেন যে, পরবর্তীতে এই এলাকায় দেখলে হাত-পা ভেঙ্গে দেয়া হবে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার দাবি করছি।

এ সময় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ- ১ রূপগঞ্জ আসনের দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা,নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি  আকরাম হোসেন, রূপগঞ্জ উত্তর জামায়াতের  আমির মাওলানা আব্দুল মজিদ, সেক্রেটারি খাইরুল ইসলাম সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন