Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ের সরকারি ড্রেন দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম

সোনারগাঁয়ের সরকারি ড্রেন দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় জনসাধারণের চলাচলের রাস্তা ও সরকারি ড্রেন দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে হান্ড্রেড প্লাজা (হান্ড্রেড শপিং কম) কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

স্থানীয়দের অভিযোগ, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আগে খন্দকার প্লাজা নামে একটি মার্কেট ছিল। সেটি ভেঙে সেখানে হান্ড্রেড প্লাজা নামে একটি বৃহৎ বেসরকারি মার্কেট নির্মাণ করা হয়। নির্মাণের শুরু থেকেই মার্কেটটি নিয়ে নানা অভিযোগ থাকলেও সেগুলো উপেক্ষা করেই কাজ সম্পন্ন করা হয়।

সম্প্রতি মার্কেটের পার্কিং সুবিধার জন্য রাস্তা নির্মাণের সময় সরকারি ড্রেনের ওপর অবৈধভাবে স্থাপনা তৈরির অভিযোগ ওঠে। সেই অভিযোগের নিষ্পত্তি না করেই নতুন করে ওই সরকারি ড্রেনের ওপর দেয়াল নির্মাণ শুরু করা হয়েছে বলে জানান স্থানীয়রা। তারা বাধা দিলেও কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।

ড্রেনের ওপর দেয়াল নির্মাণের ফলে জনসাধারণের চলাচলের জায়গা সংকুচিত হয়ে গেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এখন ড্রেনটির ওপর দিয়ে একসঙ্গে দুইজন মানুষের চলাচল করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে।

এ বিষয়ে হান্ড্রেড প্লাজা কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে দায়িত্বরত একজন ইঞ্জিনিয়ার দাবি করেন, সরকার তাদের জায়গা দখল করে ড্রেন নির্মাণ করেছে বলেই তারা ড্রেনের ওপর দেয়াল নির্মাণ করছেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাত বলেন, সরকারি ড্রেনের ওপর দেয়াল নির্মাণ করার কোনো এখতিয়ার কারও নেই। যদি কেউ অবৈধভাবে এমন কাজ করে থাকে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন