Logo
Logo
×

সারাদেশ

বাজিতপুরে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, মালিকসহ দগ্ধ ৪

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৫:৪৯ পিএম

বাজিতপুরে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, মালিকসহ দগ্ধ ৪

কিশোরগঞ্জের বাজিতপুরে মেসার্স রাজিব ট্রেডার্স নামের একটি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নিভাতে গিয়ে মালিকসহ ৪ জন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে উপজেলার সরারচর বাজারে মেসার্স রাজিব ট্রেডার্স পেট্রোল পাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। 

অগ্নিদগ্ধরা হলেন- মো. রাজিব (৩৫), মো. রিয়াদ (৪০) মো. হারুন (৪৫) ও মো. রহমত উল্লাহ (৪০)। দগ্ধদের মধ্যে রাজীব ও হারুনের অবস্থা আশঙ্কারজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের সবার বাড়ি বাজিতপুর সরারচর এলাকায়। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে পেট্রোল পাম্পে আগুন লাগে। মূহুর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে পাম্পসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিভাতে গিয়ে অগ্নিদগ্ধ হন পেট্রোল পাম্পের মালিক মোহাম্মদ রাজিবসহ তিনজন কর্মচারী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে পাঠায়। এ সময় বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। পরে খবর পেয়ে বাজিতপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় এলাকার বাসিন্দা সবুজ বলেন, ভোরে হঠাৎ পেট্রোল পাম্পে আগুন লাগার কারণে প্রথমে কেউ বিষয়টি বুঝতে পারেনি। তবে কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনে গিয়ে দেখি মেসার্স রাজিব ট্রেডার্স পেট্রোল পাম্পে আগুন। আগুনের তীব্রতা বাড়তে থাকলে সবাই ছুটে এসে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। এসময় আগুন নিভাতে গিয়ে মালিকসহ ৪ জন দগ্ধ হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ৩ ঘণ্টার চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

দগ্ধ চারজনকে ঢাকায় নিয়ে যাওয়া মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, পেট্রোল পাম্পে হঠাৎ কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ায়। এসময় আগুন নিভাতে গিয়ে দগ্ধ হওয়া চারজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে তাদের ভর্তি করা হয়। তাদের মধ্যে মোহাম্মদ রাজিব ওই পেট্রোল পাম্পের মালিক ও বাকি তিনজন কর্মচারী।

এ বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, বাজিতপুর এলাকা থেকে আমাদের এখানে চারজন এসেছে। তাদের মধ্যে রাজিবের ৮০ শতাংশ, রিয়াদের ৬০ শতাংশ, হারুনের ১০ শতাংশ ও রহমাতুল্লাহর শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। রাজীব ও হারুনের শরীরে দগ্ধের পরিমাণ বেশি থাকায় তাদেরকে বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক। অন্য দুজনকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে তাদেরকেও নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হতে পারে বলেও জানান তিনি।

বাজিতপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান জানান, রাতে ‘রাজিব ট্রেডার্স’ নামের ওই পাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে যাই। যেহেতু তেল পাম্পে আগুন লেগেছে এমন খবর পেয়েছি, আমরা ছয়টি ইউনিট পাঠাই। আমরা পৌঁছানোর পর প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনো বলা যাচ্ছে না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে এক কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, পেট্রোল পাম্প থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আগুন লাগার পর আশপাশের লোকজন দ্রুত নিরাপদে সরে যান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন