জামালপুর-১ আসনে নির্বাচনী দায়িত্বে মৃত দুই শিক্ষক
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:৩১ পিএম
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে মৃত দুই শিক্ষককে দায়িত্ব দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী দায়িত্ব পালনের প্রশিক্ষণে অংশ নিতে ওই দুই শিক্ষকের নামে চিঠি ইস্যু করে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়।
ওই দুই শিক্ষক হলেন মো. আব্দুল করিম ও আতাউর রহমান আকা। আব্দুল করিম ২০২৪ সালের ২ আগস্ট অসুস্থতাজনিত কারণে মারা যান। মৃত্যুর আগপর্যন্ত তিনি চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে আতাউর রহমান আকা প্রায় চার মাস আগে মারা গেছেন। তিনি পোল্যাকান্দি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের ২৪ ও ২৫ জানুয়ারি দেওয়ানগঞ্জ সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে নির্বাচিত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়। ওই চিঠির সঙ্গে সংযুক্ত তালিকায় মৃত দুই শিক্ষকের নাম অন্তর্ভুক্ত করা হয়।
চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সুপার মো. শফিউল আলম বলেন, আব্দুল করিম দেড় বছর আগে মারা গেছেন এবং এবারের তালিকায় তাঁর নাম পাঠানো হয়নি। কীভাবে তাঁর নাম সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, তা তিনি জানেন না।
পোল্যাকান্দি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, আতাউর রহমান আকা চার মাস আগে মারা গেছেন। সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের তালিকায় তাঁর নাম থাকা বিস্ময়কর এবং বিষয়টি তাঁর জানা নেই।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ভুলবশত ও কারিগরি ত্রুটির কারণে মৃত দুই শিক্ষকের নাম তালিকায় চলে এসেছে। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে তাঁদের নাম বাদ দেওয়া হবে।
জামালপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী বলেন, তালিকায় কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে। পাশাপাশি কীভাবে মৃত শিক্ষকদের নাম সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, সে বিষয়টি খতিয়ে দেখা হবে।



