অস্ত্র মজুদ নিয়ে বিএনপি নেতাকর্মীদের আলোচনার ভিডিও ভাইরাল
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
অবৈধ অস্ত্র কেনা ও মজুদ করা নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এক বিএনপি নেতা ও তার সমর্থকদের মধ্যকার আলোচনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এনিয়ে বৃহস্পতিবার দিনভর নারায়ণগঞ্জ জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওতে সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান ওরফে ‘ডন বজলু’ তার অনুসারীদের খাবার টেবিলে এসব আলোচনা করতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নড়ে চড়ে বসেছেন। যদিও বিএনপি নেতা বজলুর রহমান বিষয়টি উদ্দেশ্য প্রনোদিত ভাবে ফাসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন। তবে এব্যাপারে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী।
ভিডিওতে দেখা যায়, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান তার কর্মী-সমর্থকদের নিয়ে গতকাল বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মিয়ামি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন। এসময় তার সঙ্গে থাকা ব্যক্তিদের মধ্যে একজন সোনারগাঁ এলাকায় প্রচুর অবৈধ অস্ত্র মজুদ করা হচ্ছে বলে মন্তব্য করেন। একই সময় ভিডিওতে বজলুর রহমানের পাশে বসা আরেকজনকে বলতে শোনা যায় নির্বাচনের জন্য আমাদের আরও দুটি অস্ত্র দরকার।
বিএনপি নেতা বজলুর রহমানের কোনো এক কর্মী তাদের এ কথোপকতনটি রেকর্ডিং করে ফেসবুকে ছেড়ে দেয়। এনিয়ে বৃহস্পতিবার দিনভর নারায়ণগঞ্জ জেলা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
এব্যাপারে সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বুধবার রাতে কর্মী সমর্থকদের নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মিয়ামি রেস্টুরেন্টে খিচুড়ি খেতে যান। এসময় তারা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার একসময় একজন সমর্থক তাকে একটি শর্ট ক্রয় করার কথা বলেন। তিনি বিষয়টি উড়িয়ে দেন। তিনি আরও জানান, আনুমানিক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তার বৈধ শর্টগানটিও সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন। তার দাবী তিনি দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছেন। প্রতিপক্ষের লোকজন তাকে ফাসানোর জন্য অপপ্রচার চালাচ্ছে।
নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের দাবি, ভিডিওতে থাকা বজলুর রহমান বিএনপি প্রার্থী মান্নানের এক নম্বর লোক। সে সারাক্ষণ তার সঙ্গে থাকে এবং তার কমিটির পদে রয়েছে। আমার নামে যেটা বলা হচ্ছে সেটা অপপ্রচার। এটা একেবারে মিথ্যা কথা। শুরতেই আমাকে নিয়ে মিথ্যা বলা শুরু করা হয়েছে।
সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান জানান, বজলু স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের পক্ষে নির্বাচন করছে। তার ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি আমার জানা নেই।
সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ জানান, অস্ত্র নিয়ে আলাপচারিতার ভিডিওর ব্যাপারটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিট কাজ করে যাচ্ছে।
র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, ভিডিও সম্পর্ক অবগত আছি। এটি নিয়ে আমাদের কাজ চলমান রয়েছে।



