সন্ধায় নরসিংদীর পথসভায় যোগ দেবেন তারেক রহমান
নরসিংদী জেলা প্রতিনিধি :
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
দেশে ফিরেই মায়ের আদর্শ বাজায় রেখে সিলেট সফরের মধ্যদিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দিনব্যাপী সিলেটসহ বিভিন্ন সমাবেশে যোগদান শেষে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে যোগ দেয়ার কথা রয়েছে নরসিংদীর বাসাইলের পথসভায়।
নরসিংদীর পথসভাকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত নরসিংদী জেলা বিএনপি। দলের চেয়ারম্যানের আগমনের সংবাদে অপেক্ষায় সমর্থকরা। ইতি মধ্যই নরসিংদী পৌর শহরের বাসাইলে মহাসড়কের পাশে পুরোপুরি প্রস্তুত হয়েছে মঞ্চ। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মঞ্চ পর্য়বেক্ষণ ও নিরাপত্তা বিধানে রয়েছে দলের নিজস্ব কর্মীরা। জনসভাকে সাফল্যমন্ডিত করতে জেলার প্রতিটি পাড়া মহল্লায় মাইকিং, লিফলেট বিতরণসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা বিএনপি ব্যাপক প্রচারণা চালাচ্ছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নরসিংদী জেলা বিএনপির চিনিশপুর কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপির যুগ্ম-মহাসচিব, সাবেক এমপি ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি এবং নরসিংদী-১ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন।
এসময় তারেক রহমানের সফরকে কেন্দ্র করে গৃহীত কর্মসূচি, সাংগঠনিক প্রস্তুতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করা হয়। এ সময় গণমাধ্যমের সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
২০১৩ সালে শহরের বাসাইল ঢাকা-সিলেট মহাসড়কের পাশের পৌর পার্কে সর্বশেষ নরসিংদী সফর করেছিলেন বিএনপি চেয়ারপার্সন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া। আজ ২২ জানুয়ারী সিলেট থেকে ঢাকায় ফেরার পথে সন্ধা ৭টায় একই মাঠে পথসভার কথা রয়েছে বর্তমান চেয়ারম্যান ও বেগম জিয়ার উত্তোরসূরী তারেক রহমানের।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের ধানের র্শীষের প্রার্থী মনজুর এলাহী, সহ-সভাপতি বিজি নওশের, ভিপি জলির, জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূইয়া, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, নরসিংদী সরকারী কলেজের সাবেক ভিপি খবিরুল ইসলাম, মাজহারুল ইসলাম টিপু,জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জাহিদুল ইসলাম, নরসিংদী সরকারী কলেজের সাবেক ভিপি ইলিয়াস হোসেন, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লাসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় নরসিংদীতে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



