Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে হাজারো নারীর মিছিল

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম

কিশোরগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে হাজারো নারীর মিছিল

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী আনিসুজ্জামান খোকনের ময়ূর প্রতীকের সমর্থনে হাজারো নারী সমর্থকের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকার নিজ বাড়ি থেকে মিছিলটি শুরু হয়। পরে তা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য আনিসুজ্জামান খোকন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ময়ূর প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই নারী সমর্থকদের অংশগ্রহণে এই বিশাল মিছিল বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো নারী অংশ নেন। মিছিল চলাকালে ‘ময়ূর, ময়ূর’ স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।

এসময় আনিসুজ্জামান খোকন বলেন, তিনি বিএনপির একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে দল গঠনে যুক্ত ছিলেন। আমার একমাত্র লক্ষ্য জনগণের ভাগ্যোন্নয়ন।

তিনি বলেন, আমি সংসদ সদস্য থাকাকালে বাজেট ছিল প্রায় ৩০ হাজার কোটি টাকা, আর বর্তমানে বাজেট প্রায় ৬ লাখ কোটি টাকা হলেও সাধারণ মানুষের জীবনে তার কোনো প্রতিফলন দেখা যায় না।

তিনি আরও অভিযোগ করেন, একটি শ্রেণি রাষ্ট্রের বিপুল অর্থ লুটপাট করে বিদেশে পাচার করছে। নির্বাচনের সময় বড় বড় প্রতিশ্রুতি দিয়ে ভোট কেনার সংস্কৃতি তৈরি হয়েছে। এই অচল ও দুর্নীতিগ্রস্ত পরিস্থিতি ভাঙতেই আমি নির্বাচনে অংশ নিয়েছি।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩২ হাজার ৫১৬ জন। এখানে ১৭০টি ভোট কেন্দ্র ও ৯৮৮টি ভোট কক্ষ রয়েছে, যার মধ্যে ৫১টি অস্থায়ী।

এই আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন, জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো. শফিকুল ইসলাম মোড়ল, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মো. আফজাল হোসেন ভূইয়া, গণঅধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে মো. শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন থেকে হাতপাখা প্রতীকে আবুল বাশার রেজওয়ান, বিএনএফ থেকে টেলিভিশন প্রতীকে বিল্লাল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ময়ূর প্রতীকে আনিসুজ্জামান খোকন ও মোটরসাইকেল প্রতীকে নুর উদ্দিন আহমদ নির্বাচনী মাঠে রয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন