Logo
Logo
×

সারাদেশ

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

Icon

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

নতুন এক বাংলাদেশের অঙ্গীকার নিয়ে নির্বাচনী ব্যয় নির্বাহে সমর্থকদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব এবং রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেন। বুধবার (২১ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি দীর্ঘ পোস্টে তিনি এ আহ্বান জানান।

ফেসবুক পোস্টে আখতার হোসেন লেখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি রংপুর-৪ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয় মানুষের ভালোবাসা ও সমর্থনে তিনি আশাবাদী এবং দৃঢ়প্রত্যয়ী বলেও উল্লেখ করেন। তিনি জানান, বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে এবং এই পর্যায়ে সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের অনুদান ও সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।

তিনি লেখেন, দেশের জন্য তাঁর স্বপ্ন বাস্তবায়নে মানুষের দোয়া, অংশগ্রহণ ও আর্থিক সহায়তাই সবচেয়ে বড় শক্তি। এই কঠিন লড়াইয়ে তিনি সবাইকে পাশে চান বলেও উল্লেখ করেন।

পোস্টে আখতার হোসেন বলেন, লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরির পাশাপাশি মিছিল, উঠান বৈঠক আয়োজন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণায় সহযোগিতা প্রয়োজন। তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, দশ টাকা দিয়েও সহযোগিতা শুরু করা যেতে পারে এবং সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ অনুদান দেওয়ার আহ্বান জানান। কাউনিয়া-পীরগাছার মানুষ ছাড়াও দেশের বিভিন্ন এলাকার শুভাকাঙ্ক্ষী ও প্রবাসীদের সহযোগিতা কামনা করেন তিনি।

আর্থিক সহায়তার জন্য তিনি সিটি ব্যাংকের প্রিন্সিপাল শাখার একটি অ্যাকাউন্ট নম্বরের পাশাপাশি বিকাশ ও নগদ (পার্সোনাল) নম্বরও তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করেন। নতুন এক বাংলাদেশের প্রত্যাশায় সবার দোয়া ও সহযোগিতা চান এনসিপির এই নেতা।

এ বিষয়ে মন্তব্য জানতে আখতার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর ব্যক্তিগত সহকারী রাকিবুল হাসান তৌফিক ফেসবুক পোস্টের সত্যতা নিশ্চিত করে বলেন, আখতার হোসেন মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় একার পক্ষে নির্বাচনী ব্যয় বহন করা কঠিন। তাই সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা চাওয়া হয়েছে। তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে কাউনিয়া-পীরগাছার উন্নয়ন ও পরিবর্তনের লক্ষ্যে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় রয়েছে তাঁর।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন