Logo
Logo
×

সারাদেশ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কিশোরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০২:১১ পিএম

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কিশোরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদ এবং দ্রুত নির্বাচন আয়োজনের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখা।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টার দিকে জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুদয়াল সরকারি কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘মব করে শাকসু বন্ধ করা যাবে না’, ‘শাকসু দিতে হবে, দিয়ে দাও’, ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’, ‘দালালি না শাকসু, শাকসু শাকসু’ এবং ‘ইসি যদি ভয় পায়, পদে থাকার দরকার নাই’সহ নানা স্লোগান দেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো জেলা শহর।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী সভাপতি মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন, সেক্রেটারি ফকির মাহবুবুল আলম, অফিস সম্পাদক মুজাহিদ বিল্লাহ, অর্থ সম্পাদক আবু আহমদসহ জেলা কমিটির অন্যান্য নেতারা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হাসান বলেন, অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনের মতো শাকসু নির্বাচনেও পরাজয়ের আশঙ্কায় ছাত্রদল নির্বাচন কমিশনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন বন্ধের চেষ্টা করছে। তিনি বলেন, সচেতন ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে এ ধরনের অপচেষ্টা প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর ছাত্রদল অভিভাবকহীন হয়ে পড়েছে বলে মনে করা হলেও তারেক রহমান দেশে ফেরার পরও তাদের সহিংসতা, চাঁদাবাজি ও টেন্ডারবাজির রাজনীতি বন্ধ হয়নি। এতে প্রশ্ন উঠে, তারা আদৌ তাদের অভিভাবকের নির্দেশনা অনুসরণ করছে কি না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন