Logo
Logo
×

সারাদেশ

প্রার্থিতা ফিরে পেলেন দেশ ছাড়ার ঘোষণা দেওয়া সেই প্রার্থী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৫১ পিএম

প্রার্থিতা ফিরে পেলেন দেশ ছাড়ার ঘোষণা দেওয়া সেই প্রার্থী

উচ্চ আদালতের আদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থিতা ফিরে পেয়েছেন কক্সবাজার-৩ আসনের আলোচিত স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ মিয়া। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ইলিয়াছ মিয়ার সংগঠন‘কক্সবাজার ইনিশিয়েটিভ’ এর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার উচ্চ আদালতে অনুষ্ঠিত এক শুনানিতে কক্সবাজার ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী ইলিয়াছ মিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। কক্সবাজার মডেল পলিটিক্স বাস্তবায়নে তিনি কক্সবাজার-৩ আসনের  ভোটারদের সমর্থন কামনা করেছেন।

এর আগে গত ৩ জানুয়ারি ১ শতাংশ ভোটারের তথ্যে অসঙ্গতি ও গরমিলের কারণে কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া পরিবেশ ও মানবাধিকার কর্মী মোহাম্মদ ইলিয়াছ মিয়ার মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।

প্রার্থিতা বাতিলের পর ইলিয়াছ মিয়া নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে দেশ ছেড়ে পরিবারসহ কানাডা চলে যাওয়ার ঘোষণা দেন। এ নিয়ে ‘মনোনয়নপত্র বাতিল, সপরিবারে দেশ ছাড়ার ঘোষণা স্বতন্ত্র প্রার্থীর’ শিরোনামে ঢাকা পোস্টে সংবাদ প্রকাশ করা হয়। 

পরবর্তীতে কর্মী-সমর্থকসহ কক্সবাজার ইনিশিয়েটিভ সদস্যদের অনুরোধে দেশত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রার্থিতা ফিরে পেতে আদালতের শরণাপন্ন হন বলে জানান ইলিয়াছ মিয়া।

তিনি বলেন, আওয়ামী লীগ আমলের কৌশল দিয়ে আমার প্রার্থিতা অবৈধ ঘোষণা হয়েছিল। দেশ পরিবর্তন হলেও এমন আচরণের প্রতিবাদে দেশ ছাড়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আমার কর্মী-সমর্থকেরা সাহস জুগিয়ে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য করেছেন।  বিভিন্ন বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে প্রার্থিতা ফিরে পেয়েছি এবার নির্বাচনের মাঠে থাকব পুরোদমে। সম্মানিত ভোটারসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন