শহীদ আসাদের চেতনায় উদ্বুদ্ধ হয়েই নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে: খোকন
নরসিংদী প্রতিনিধি :
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৬:২৮ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, শহীদ আসাদের আত্মত্যাগ ও চেতনায় উদ্বুদ্ধ হয়েই এদেশে বারবার স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে উঠেছে। জুলাই–আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানেও শহীদ আসাদের আদর্শ ও অনুপ্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারই ধারাবাহিকতায় আমরা আজ একটি নতুন বাংলাদেশের পেয়েছি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে শহীদ আসাদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, ১৯৯০ সালে দীর্ঘ ৯ বছর ধরে ক্ষমতা দখল করে রাখা স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান গড়ে উঠেছিল, তার মূল প্রেরণাই ছিলেন শহীদ আসাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই আন্দোলনের মধ্য দিয়েই স্বৈরাচার পতন ঘটেছিল। ঠিক একইভাবে দীর্ঘ ১৭ বছর ধরে গায়ের জোরে ক্ষমতা আঁকড়ে থাকা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধেও ছাত্রসমাজ ও জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল। সেই আন্দোলনের পেছনেও শহীদ আসাদের আত্মত্যাগ ও আদর্শ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক ধারার যে পথচলা অব্যাহত থাকবে, তার পেছনে সবচেয়ে বড় অবদান শহীদ আসাদের। তিনি যে গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে শহীদ আসাদের আত্মা শান্তি পাবে।
শহীদ আসাদ দিবস উপলক্ষে নরসিংদীতে নানা কর্মসূচি পালন করা হয়। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আসাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসেন বিদ্যুৎ, শিবপুর আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফ উল ইসলাম মৃধা, নরসিংদী ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও শহীদ আসাদ দিবস উপলক্ষে সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।



