Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম

কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মোছাদ্দেক ভূঞা তাঁর মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কিশোরগঞ্জ-১ আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোছাদ্দেক ভূঞার মনোনয়ন প্রত্যাহার করা হবে। বর্তমানে এ আসনে ১০ দলীয় জোটের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা হেদায়াতুল্লাহ হাদী এবং খেলাফতে মজলিসের প্রার্থী মাওলানা আহমদ আলী রয়েছেন। এ কারণে জোটের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো একজনকে চূড়ান্ত প্রার্থী রাখার বিষয়ে আলোচনা করা হবে। অন্যথায় সমর্থনের প্রশ্নে জটিলতা দেখা দিতে পারে।

এর আগে মঙ্গলবার দুপুরে অধ্যক্ষ মোছাদ্দেক ভূঞা তাঁর ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি জানান। তিনি লেখেন, দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-১ আসনে মাঠে কাজ করার সুযোগ পেয়েছেন। এ সময় তাঁর সঙ্গে যারা কাজ করেছেন, তাদের ত্যাগ ও সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, ১০ দলীয় জোটের চূড়ান্ত আসন সমঝোতার ভিত্তিতে তিনি কিশোরগঞ্জ-১ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন না। জোটের সিদ্ধান্তই চূড়ান্ত এবং এ সিদ্ধান্তে আল্লাহর বরকত কামনা করেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন