Logo
Logo
×

সারাদেশ

স্বাধীনতা বিরোধী শক্তি এখন নানামুখী চক্রান্তে লিপ্ত: মির্জা ফখরুল

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০২:৪৩ পিএম

স্বাধীনতা বিরোধী শক্তি এখন নানামুখী চক্রান্তে লিপ্ত: মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, অতীতে যারা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করেনি, তারাই বর্তমান সময়ে দেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র বা দুষ্টামি করছে।

মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ তারিখে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে অভিযোগ করেন যে, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে নানামুখী অপপ্রচার ও কুৎসা রটাচ্ছে। তিনি বলেন, দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপিই এখন ওই সব অপশক্তির সবচেয়ে বড় শত্রু হিসেবে বিবেচিত হচ্ছে।

স্বাধীনতা বিরোধী শক্তি বা যারা একসময় বাংলাদেশকে মেনে নিতে পারেনি, তারাই এখন নানামুখী চক্রান্তে লিপ্ত রয়েছে এবং তারাই বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে তিনি ইঙ্গিত দেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচনই দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণ করে দেবে।

তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, আগামী নির্বাচনের মাধ্যমেই চূড়ান্ত ফয়সালা হবে যে বাংলাদেশ কি একটি উদার গণতান্ত্রিক বা লিবারেল ডেমোক্রেসির ব্যবস্থার অধীনে পরিচালিত হবে, নাকি উগ্রবাদী ও রাষ্ট্রবিরোধী শক্তির হাতে চলে যাবে।

দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং স্থিতিশীলতা রক্ষার স্বার্থে এই নির্বাচনকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা 'টার্নিং পয়েন্ট' হিসেবে অভিহিত করেন। আলোচনা সভায় দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন এবং জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনের ওপর আলোকপাত করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন