Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় মব তৈরি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তা, ২ মুরগি ব্যবসায়ী গ্রেপ্তার

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম

বগুড়ায় মব তৈরি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তা, ২ মুরগি ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ার ধুনটে মব তৈরি করে দায়িত্ব পালনরত তিন পুলিশ সদস্যকে হেনস্তার ঘটনায় দুই মুরগি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধুনট উপজেলার মাটিকোড়া গ্রামের বাসিন্দা মাসুদ রানা (২৫) ও শাহিনুর জামান গোলাপ (৪৫)। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

পুলিশ জানায়, সোমবার বগুড়া সদর ট্রাফিকের টিএসআই আবুল কালাম আজাদ ধুনট থানাধীন হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করা হয়। একটি মোটরসাইকেলের কাগজপত্র সঠিক না থাকায় মটরযান আইনে মামলা দেওয়া হয়। অন্য মোটরসাইকেলের কাগজপত্র ঠিক থাকায় কনস্টেবল আব্দুল খালেক টিএসআইকে জানিয়ে সেটি ছেড়ে দেন।

এ সময় সেখানে উপস্থিত মাসুদ রানা ও শাহিনুর জামান গোলাপ অভিযোগ করেন, কনস্টেবল টাকা নিয়ে মোটরসাইকেলটি ছেড়ে দিয়েছেন। অভিযোগকে কেন্দ্র করে তাঁরা স্থানীয় লোকজন জড়ো করে মব সৃষ্টি করেন। একপর্যায়ে পুলিশের কাজে বাধা দেওয়া হয় এবং হামলা চালিয়ে তিন পুলিশ সদস্যকে হেনস্তা করা হয়।

খবর পেয়ে ধুনট থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত কনস্টেবল আব্দুল খালেক ও আব্দুল হামিদকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ধুনট থানার এসআই মোস্তাফিজার রহমান বাদী হয়ে গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাতনামা ১৫–২০ জনের বিরুদ্ধে সোমবার রাতে ধুনট থানায় একটি মামলা করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন