সাংবাদিকদের সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থীর মতবিনিময়
কিশোরগঞ্জ প্রতিবেদক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১২:২৭ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী মাওলানা হেদায়াতুল্লাহ হাদী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে জেলা শহরের শোলাকিয়া এলাকার নির্বাচনী অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় আসন্ন নির্বাচন, এলাকার সার্বিক উন্নয়ন, জনগণের প্রত্যাশা এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী ইলিয়াস কাসেমী, সদর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল মোমেন শের জাহান, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহ উল হক। বাংলাদেশ খেলাফত যুব মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান মামুন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মোঃ মুজাক্কির হুসাইন ও বায়তুল মাল সম্পাদক মোঃ বরকত উল্লাহ্।
মতবিনিময় সভায় মাওলানা হেদায়াতুল্লাহ হাদী বলেন, তিনি নির্বাচিত হলে কিশোরগঞ্জ-১ আসনের মানুষের ন্যায়সংগত অধিকার নিশ্চিত করতে কাজ করবেন। দুর্নীতিমুক্ত সমাজ গঠন, নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নকে তিনি তার প্রধান অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন।
মাওলানা হেদায়াতুল্লাহ হাদী আরও বলেন, জনগণের কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ। কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের বিভিন্ন সমস্যা, যেমন—বেকারত্ব, শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দেন। এ সময় তারা নিজেদের রাজনৈতিক আদর্শ এবং কীভাবে তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে চান, সে বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা দেন।
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও সহযোগিতা নিয়েই তিনি এই আসনের সার্বিক উন্নয়নে এগিয়ে যেতে চান। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রার্থী মাওলানা হেদায়াতুল্লাহ হাদী এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন।



