Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ১০

Icon

সোনারগাঁ (নারায়ণগগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:১১ পিএম

সোনারগাঁয়ে জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ ১০ জন আহত হয়েছেন। 

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের একজনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় সন্ধ্যায় ভূক্তভোগী মো. শাহ জামাল বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেন।

জানা গেছে, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় মাইনউদ্দিন মিয়ার ছেলে মো. শাহ জামালের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ি মজলিশ গ্রামের কালু মিয়ার ছেলে মীর কবির হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এনিয়ে এলাকায় একাধিকবার আপোষ মিমাংসার চেষ্টা করা হয়। কিন্তু স্থানীয়দের আপোষ মিমাংসার কর্ণপাত না করে ওই জমি দখলে নেওয়ার পায়তারা করেন মীর কবির ও তার লোকজন। 

এ ঘটনায় উভয় পক্ষ এসিল্যান্ড অফিসে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি (সোনারগাঁ রাজস্ব সার্কেল) মো. তৌফিকুর রহমান সোমবার দুপুরে তদন্তের জন্য ঘটনাস্থলে যান। কিন্তু এসিল্যান্ডের সঙ্গে শাহ জামালের লোকজনকে কথা বলতে বাধা দেন। এসিল্যান্ড চলে যাওয়ার পর উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। 

পরে বিকেলে মীর কবির হোসেনের নেতৃত্বে রফিক মিয়া, রতন মিয়া, সাগর মিয়া, রানা মিয়া, হাসমত মিয়া, তাদু, রমজান আলী, জুলহাস মিয়া, কালাম মিয়াসহ ১৫-২০জনের একটি দল দেশীয় অস্ত্র দা, চাপাতি, হকিষ্টিক, লোহার রড, এসএস পাইপ,লাঠিসোটা নিয়ে বাড়িঘরে অতর্কিত হামলা করে। এ সময় প্রতিপক্ষের হামলায় মো.শাহ জামালের স্ত্রী তাছলিমা বেগম (৪৫), ছেলে সিফাত মিয়া (২৪), রাহাত হোসেন (১৯), চাচাতো ভাই মাসুদ মিয়া (৪৩), চাচাতো ভাইয়ের স্ত্রী টগর আক্তার (২৭) ও জুয়েল মিয়া (২৬) আহত হয়।

আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে জুয়েল মিয়া নামের একজনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় সন্ধ্যায় সোনারগাঁ থানায় মো.শাহজামাল বাদি হয়ে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশীয় অস্ত্র একটি ছুরি উদ্ধার করে।  

ভুক্তভোগী শাহ জামাল জানান, দীর্ঘ দিন ধরে তাদের পৈত্রিক সম্পত্তিতে ভোগ দখলে আছেন। হঠাৎ এ জমি মীর কবির ওই জমি নিজের দাবি করেন। পরে তাদের নামজারি বাতিলের জন্য ভূমি অফিসে আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে এসিল্যান্ড নিজেই ঘটনাস্থলে তদন্তে আসেন। এসিল্যান্ডের চলে যাওয়ার পর প্রতিপক্ষরা হামলা চালিয়ে আহত করেন।

অভিযুক্ত মীর কবির হোসেন জানান, এসিল্যান্ড তদন্তে যাওয়ার পর রতন নামের এক যুবক আমার পক্ষে কথা বলার কারনে তাকে ইট দিয়ে আঘাত করে থেতলে দেয়। এ নিয়ে পুনরায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ বলেন, জমিসংক্রান্ত বিরোধে সংঘর্ষের ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি (সোনারগাঁ রাজস্ব সার্কেল) মো. তৌফিকুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অফিসে আসার জন্য বলা হয়েছে। তবে হামলা বা সংঘর্ষের বিষয়ে অবগত নই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন