Logo
Logo
×

সারাদেশ

জিয়াউর রহমান ছিলেন সাধারণ জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত : সিরাজ

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ পিএম

জিয়াউর রহমান ছিলেন সাধারণ জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত :  সিরাজ

ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শেরপুরে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম মো. সিরাজ।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম মো. সিরাজ বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন মহামানব। তিনি মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর মতোই সাধারণ জীবনযাপন অনুকরণ করতেন। ক্ষমতার শীর্ষে থেকেও তিনি বিলাসিতা করেননি। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যা আমাদের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “সম্প্রতি জাইমা রহমানের একটি বক্তব্য আমি মনোযোগ দিয়ে শুনেছি। তার কথা বলার ভঙ্গি, চিন্তাধারা ও আত্মবিশ্বাস দেখে মনে হয়েছে তিনি যেন বেগম খালেদা জিয়ারই অবিকল প্রতিচ্ছবি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা। এছাড়াও বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন পিয়ার, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হিরুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম আব্দুর রশিদ মুকুল, মাহবৃবার রহমান, আব্দুল হাই সিদ্দিকী হেলাল, তবিবর রহমান, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান নিলু ও আবু সাইদ, দপ্তর সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নজরুল ইসলাম জাকি, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দেলা মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক কাউছার আলী কলিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাওন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাব্বত আলী সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আক্তার পূটি, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক শেফালী ঘোষ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদত হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক প্রান্তসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন