Logo
Logo
×

সারাদেশ

তারেক রহমানকে সবার আগে শোকজ করা উচিত: আসিফ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:১৬ পিএম

তারেক রহমানকে সবার আগে শোকজ করা উচিত: আসিফ

ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সবার আগে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আপনারা জানেন, নিয়মবহির্ভূতভাবে জাতীয় নাগরিক পার্টির ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম এবং ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে শোকজ করা হয়েছে। উনারা (নির্বাচন কমিশন) বলেছেন যে, ছবি দিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য শোকজ করেছেন। কিন্তু সেটা ছিল গণভোটের প্রচারণা। আমরা কোনো জায়গায় পাইনি এটা আচরণবিধি লঙ্ঘন, শোকজ করার মতো কোনো অপরাধ।’

আসিফ মাহমুদ বলেন, ‘আমরা মনে করি এটা সম্পূর্ণ পক্ষপাতদুষ্টভাবে এবং একটা মিডিয়া ট্রায়াল করার জন্য আমাদের প্রার্থীদের শোকজ দেওয়া হয়েছে। পক্ষান্তরে আমরা দেখছি, সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মার্কা দিয়ে, দলের নাম দিয়ে, নেতাদের ছবি দিয়ে পোস্টার, ফেস্টুন, বিলবোর্ডে প্রচারণা চালাচ্ছেন। যা স্পষ্টভাবেই আচরণবিধি লঙ্ঘন।’

তিনি আরও বলেন, ‘তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন, স্থানীয় রিটার্নিং কর্মকর্তা বা দায়িত্বশীল যারা আছেন তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। কিন্তু সম্পূর্ণভাবে নিয়ম মেনে চলার পরেও বিতর্কিত সৃষ্টি করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের প্রার্থীদের শোকজ করা হচ্ছে।’

আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, ‘আমরা দেখেছি, নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা অবস্থায় একটি দলের চেয়ারম্যান দেশে আসেন। আমরাও তখন আমাদের জায়গা থেকে তাকে স্বাগত জানাই। তার ছবি দিয়ে পুরো ঢাকা শহর ছেয়ে ফেলা হয়েছিল। ঢাকা শহরের যেখানেই আমরা গিয়েছি, দেশের যেখানেই আমরা গিয়েছি তার ছবি আমরা দেখেছি। যদি শুধুমাত্র ছবি দেওয়া আচরণবিধি লঙ্ঘন হয়, তাহলে প্রথমে তাকে (তারেক রহমান) শোকজ করতে হবে। প্রিন্সিপ্যাল অ্যান্ড পলিসি সবার জন্য সমান হতে হবে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন