ভালো ফলাফল অর্জনের মাধ্যমে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে : মাহফুজ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদের সাবেক সদস্য মাহবুবুর রহমান মাহফুজ বলেছেন, একজন শিক্ষার্থীর প্রধান দায়িত্ব হলো, মনোযোগ দিয়ে লেখাপড়া করা। ইসলামী ছাত্রশিবিরের জনশক্তিদের পড়াশোনায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং প্রত্যেককে নিজ নিজ শ্রেণিতে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলা সদরের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে আয়োজিত ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাহবুবুর রহমান মাহফুজ বলেন, কেবল ভালো ফলাফলই যথেষ্ট নয়, লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা ও আদর্শিক গুণাবলি অর্জন করা অত্যন্ত জরুরি। নৈতিকতা ছাড়া শিক্ষা পূর্ণতা পায় না। একজন শিক্ষার্থী যখন সুশিক্ষা ও নৈতিকতার সমন্বয় ঘটাতে পারে, তখন সে নিজেকে যেমন গড়ে তুলতে পারে, তেমনি সমাজকেও আলোকিত করতে পারে।
তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। শিক্ষিত ও নৈতিক মানসম্পন্ন এই প্রজন্মই ভবিষ্যতে বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে যথাযথভাবে প্রতিনিধিত্ব করবে এবং একটি আদর্শ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কটিয়াদী উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সিয়াম হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি সারোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডাকসুর সাবেক স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুন, কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান এবং জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মুজাহিদ বিল্লাহ প্রমুখ। সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।



